ঢাকা সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত

মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত

রাজধানীর রামপুরার টিভি সেন্টারের সামনে মাইক্রোবাসের ধাক্কায় কবির হোসেন (৪০) নামে এক ব্যাটারি চালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন। গতকাল রোববার ভোর চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ভোর পাঁচটায় তাকে মৃত ঘোষণা করেন।

প্রতিবেশী মো. পলাশ জানান, ভোরে কবির হোসেন অটোরিকশা চালিয়ে যাওয়ার সময় একটি মাইক্রোবাস তার গাড়িকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

খবর পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কবির হোসেন পূর্ব রামপুরার নিরিবিলি গলিতে থাকতেন। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত