গাজীপুরের শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চুরি হওয়া এক শিশুকে মাত্র ৬ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে আনসার বাহিনীর সদস্যরা। গতকাল সোমবার বিকালে হাসপাতালের ৯ম তলায় এ চুরির ঘটনা ঘটে। উদ্ধার হওয়া শিশুটির নাম আবিত, বয়স ৩ বছর। শিশুটি তার মায়ের সঙ্গে হাসপাতালে এসেছিল। হাসপাতাল সূত্রে জানা যায়, চিকিৎসার উদ্দেশ্যে সকালে হাসপাতালে আসেন আসমা নামের এক নারী। সঙ্গে ছিলেন তার ৩ বছর বয়সের ছেলে আবিত। আসমা চিকিৎসার কাজে ব্যস্ত থাকায় শিশুটি তার খালা ও নানির কাছে ছিল। কিছুক্ষণ পর হঠাৎ করেই আবিতকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পরও না পেয়ে বিষয়টি আনসার সদস্যদের জানান তার মা। খবর পেয়ে হাসপাতাল জুড়ে নজরদারি বাড়ায় আনসার সদস্যরা। প্রায় ৬ ঘণ্টা তল্লাশির পর বিকালে হাসপাতালের সামনের সড়কে একটি রিকশা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এসময় তার সঙ্গে এক অপরিচিত ব্যক্তি ছিলেন। আনসার সদস্যদের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি দৌড়ে পালিয়ে যান। পরে শিশুটিকে উদ্ধার করে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এ বিষয়ে শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আনসার ইনচার্জ গোলাম মোস্তফা বলেন, ‘সকাল সাড়ে ৮টার দিকে ডিউটিরত অবস্থায় আসমা নামের এক নারী অভিযোগ করেন, ৯ম তলা থেকে তার ছেলেটি হারিয়ে গেছে।’