ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

পিপিপি মডেলে বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন প্রকল্প

পিপিপি মডেলে বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন প্রকল্প

বাংলাদেশে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব ভবিষ্যৎ নির্মাণের লক্ষ্যে আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষ। জাপানের জেএফই ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল, যার নেতৃত্বে ছিলেন জাপানের পরিবেশ মন্ত্রণালয়ের টেকসই অবকাঠামো উন্নয়ন (বর্জ্য ব্যবস্থাপনা) বিষয়ক উপদেষ্টা ইজি কোগা, পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) মুহাম্মদ রফিকুল ইসলামের সঙ্গে এক সভায় মিলিত হন। সভায় প্রতিনিধি দলটি বাংলাদেশের জন্য একটি অত্যাধুনিক বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনকেন্দ্র স্থাপনের প্রস্তাব উপস্থাপন করে, যা পিপিপি মডেলের আওতায় বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এই প্রকল্পটি দেশের বর্জ্য ব্যবস্থাপনাকে এক নতুন মাত্রায় উন্নীত করবে। ল্যান্ডফিলের ওপর নির্ভরশীলতা কমানোর পাশাপাশি এটি বিপজ্জনক গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাস করবে এবং হাজার হাজার ঘরের জন্য পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদন নিশ্চিত করবে। জাপানের উন্নত প্রযুক্তি ব্যবহার করে নিরাপদ ও টেকসইভাবে বর্জ্য প্রক্রিয়াজাত করা হবে, যা বাংলাদেশের নগর ব্যবস্থাপনায় এক নতুন মানদ- স্থাপন করবে। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত