ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

২০২৪ সালের শ্রেষ্ঠ বিমান সেনা ও এমওডিসিদের ট্রফি ও সনদ প্রদান

২০২৪ সালের শ্রেষ্ঠ বিমান সেনা ও এমওডিসিদের  ট্রফি ও সনদ প্রদান

বাংলাদেশ বিমান বাহিনীর শ্রেষ্ঠত্বের স্বীকৃতিস্বরূপ ২০২৪ সালের শ্রেষ্ঠ বিমান সেনা ও এমওডিসি (এয়ার)-দের ট্রফি ও সনদপত্র বিতরণ করা হয়। গতকাল সোমবার ঢাকা সেনানিবাসস্থ বিমান বাহিনী সদর দপ্তরে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি। তিনি শ্রেষ্ঠত্ব অর্জনকারী বিমান সেনা ও এমওডিসি (এয়ার)-দের হাতে ট্রফি ও সনদপত্র তুলে দেন। গতকাল আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অসাধারণ পেশাদারিত্ব, দক্ষতা ও দায়িত্বশীলতার স্বীকৃতিস্বরূপ ২০২৪ সালের জন্য মনোনীত ৬ জন বিমান সেনা ও এমওডিসি (এয়ার) এ সম্মাননা অর্জন করেন। তাদের নিরলস পরিশ্রম এবং কর্মক্ষেত্রে বিশেষ অবদানের জন্যই এ সম্মাননা প্রদান করা হয়। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত