
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) সিরাজগঞ্জ শিল্পপার্কের শিল্পপ্লট বরাদ্দের বরাদ্দপত্র প্রদান করা হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে বিসিক তেজগাঁও কার্যালয়ের বোর্ড রুমে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিক চেয়ারম্যান জনাব মো. সাইফুল ইসলাম। সিরাজগঞ্জ শিল্পপার্কের শিল্পপ্লট বরাদ্দের অনুষ্ঠানে দেশের স্বনামধন্য ৭টি প্রতিষ্ঠানের হাতে বরাদ্দপত্র তুলে দেন বিসিক চেয়ারম্যান জনাব মো. সাইফুল ইসলাম। প্লট বরাদ্দ পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো কাইজার নীট ওয়্যার লিমিটেড, আইরিশ ফেব্রিক্স লিমিটিড, আইরিন ফ্যাশন লিমিটেড, পদ্মা এগ্রো স্প্রেয়ার্স কোং লিমিটেড, রেমো কেমিক্যাল লিমিটেড, কাজী ফার্মস লিমিটেড এবং জিলানী অয়েল মিল। কাজী ফার্মস লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর এসময় বলেন, ‘আমরা অত্যন্ত আনন্দিত যে এবারই প্রথম কোনো সরকারি প্রতিষ্ঠানের জমি বরাদ্দ পেলাম। এজন্য বিসিককে আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা দ্রুতই ফিড মিল স্থাপনের কাজ শুরু করব। এখানকার উৎপাদিত পণ্য সারা দেশে সরবরাহ করা হবে এবং সুযোগ পেলে বিদেশেও রপ্তানি করা হবে। একই সঙ্গে আমরা দ্রুত গ্যাস সংযোগ পাওয়ার প্রত্যাশা করছি।’
অনুষ্ঠানে বিসিক চেয়ারম্যান জনাব মো. সাইফুল ইসলাম উদ্যোক্তাদের উদ্দেশ্য বলেন, ‘আপনারা দেশের স্বনামধন্য উদ্যোক্তা। দেশের উন্নয়নে আপনাদের অবদান যেমন অপরিসীম, তেমনি দেশের প্রতি আপনাদের দায়িত্বও অনেক। আপনাদের দেখে ক্ষুদ্র উদ্যোক্তারা অনুপ্রাণিত হবে এবং এগিয়ে যাবে।’ উল্লেখ্য, ৮২৯টি শিল্প প্লট নিয়ে ৪০০ একর জায়গা জুড়ে গড়ে উঠেছে এ শিল্প পার্ক। দেশৗয় উদ্যোক্তাদের জন্য বরাদ্দকৃত ২৭৯টি শিল্পপ্লটের মধ্যে ১৯২টি প্লট ৭৯টি শিল্প প্রতিষ্ঠানের মধ্যে বরাদ্দ প্রদান করা হয়েছে। এছাড়াও বিদেশি উদ্যোক্তাদের জন্য বরাদ্দকৃত শিল্পপ্লটগুলো খুব দ্রুতই বরাদ্দের কার্যক্রম শুরু হবে।