
২টি মূল্যায়ন কাম উন্নয়ন (সুন্দলপুর-৪ ও শ্রীকাইল-৫) কূপ এবং ২টি অনুসন্ধান (সুন্দলপুর সাউথ-১ ও জামালপুর-১) কূপ খনন প্রকল্প’ এর আওতায় গত ২৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে শ্রীকাইল-৫ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খননের শুভ উদ্বোধন করেন বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. ফজলুল হক। এ সময় বাপেক্সের খনন এবং প্রকৌশল বিভাগের মহাব্যবস্থাপকসহ সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শ্রীকাইল-৫ মূল্যায়ন কাম উন্নয়ন কূপটি ব্লক-৯ এর অন্তর্গত কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার শ্রীকাইলে অবস্থিত। কূপটির খনন গভীরতা লক্ষ্যমাত্রা (Target Depth) ৩৪৫০ (৫০) মিটার। কূপটিতে প্রাথমিক গ্যাস মজুদের পরিমাণ (GIIP) ৬২.৮৭ বিসিএফ এবং সম্ভাব্য উত্তোলনযোগ্য গ্যাসের পরিমাণ ৫০.৩০ বিসিএফ। উল্লেখ্য, বাপেক্সের নিজস্ব রিগ ও জনবল দ্বারা উক্ত কূপটি খনন করা হবে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি