
বাংলাদেশ মেডিকোল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)-এর শহিদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে বাংলাদেশ এন্ডোডনটিক সোসাইটির চতুর্থ আন্তর্জাতিক সম্মেলন (4th International Conference of Bangladesh Endodontic Society) অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী পদ মর্যাদায় নিযুক্ত অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএমইউ’র সম্মানিত প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) ও বাংলাদেশ এন্ডোডনটিক সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার। সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএমইউ’র সম্মানিত প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর, স্বাস্থ্য শিক্ষা অধিপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, ড্যাবের মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল প্রমুখ।