ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

শাহজালাল বিমানবন্দর থেকে ৯২৫টি কচ্ছপ জব্দ

শাহজালাল বিমানবন্দর থেকে ৯২৫টি কচ্ছপ জব্দ

মালয়েশিয়ার কুয়ালালামপুরে পাচারের চেষ্টা করা ৯২৫টি কচ্ছপ শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জব্দ করা হয়েছে। গত মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে বিমানবন্দরের বহির্গমন টার্মিনালে এক যাত্রীর দুইটি লাগেজ থেকে কচ্ছপগুলি জব্দ করা হয় বলে জানিয়েছেন বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক আব্দুল্লাহ আস্ সাদিক। তিনি বলেন, ইউএস বাংলা এয়ারলাইন্সের মাধ্যমে ঢাকা থেকে কুয়ালালামপুরগামী যাত্রী মোহাম্মদ শওকত আলী ভূঁইয়ার (৫৪) নিরাপত্তা তল্লাশিতে লাগেজ স্ক্যানিং করার সময় কচ্ছপ সদৃশ বস্তু শনাক্ত হয়। এসময় শওকতকে ডাক দেওয়া হলে তিনি দ্রুত পালিয়ে যান। এরপর বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট এবং বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ যৌথভাবে লাগেজ পরীক্ষা ও তল্লাশি চালায়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত