ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

মহাসড়কে গাড়ির চাপায় দুই যুবক নিহত

মহাসড়কে গাড়ির চাপায় দুই যুবক নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কাঁচপুর সেতুর উপর অজ্ঞাত গাড়ির চাপায় দুই যুবক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজনের নাম রাকিব বলে জানা গেছে। তার বাড়ি রংপুর জেলায়। বয়স আনুমানিক ৩৫ বছর। গতকাল বৃহস্পতিবার ভোর ছয়টার দিকে কাঁচপুর সেতুর উপরে এ দুর্ঘটনাটি ঘটে বলে নিশ্চিত করেন শিমরাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জুলহাস উদ্দিন। তিনি জানান, ভোরে কাঁচপুর ব্রিজের ওপরে একটি ট্রাক বিকল হয়ে পড়ে। সেটিকে সরানোর জন্য ট্রাকচালক আরেকটি ট্রাকের সাহায্যে সরাতে গেলে ঢাকামুখী লেনের সড়ক বিভাজনের সঙ্গে আটকে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রাকগুলো আটকে যাওয়ায় তারা অন্যান্য পরিবহন চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছিলেন। পরে শিমরাইলের সাজেদা হাসপাতাল সংলগ্ন চায়ের দোকানে যাওয়ার সময় চট্টগ্রামমুখী লেনে অজ্ঞাত গাড়ির চাপায় ২ জন নিহত হন। নিহত দুজন হয়ত ওই ট্রাকেরই চালক। লাশ ২টি উদ্ধার করে কাঁচপুর হাইওয়ে থানায় রাখা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত