
চলমান বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকাসহ সারাদেশ থেকে মোট ৯৮৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ৬০৫ জন এবং অন্যান্য অপরাধে জড়িত সন্দেহে ৩৭৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর গতকাল এ তথ্য জানিয়েছেন। এ সময় একটি ছুরি, একটি থ্রি-কোয়ার্টার এলজি, তিনটি কার্তুজ ও দুটি পাইপগান উদ্ধার করা হয়।