ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

মিরপুরে আলিফ পরিবহনের বাসে আগুন দেওয়ার ঘটনায় গ্রেপ্তার দুই

মিরপুরে আলিফ পরিবহনের বাসে আগুন দেওয়ার ঘটনায় গ্রেপ্তার দুই

রাজধানীর মিরপুরের সেনপাড়ায় আলিফ পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। গ্রেপ্তাররা হলেন আগুনের ঘটনার হোতা নেছার ও তার সহযোগী দীপু। গত শুক্রবার রাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে যৌথবাহিনী।

মিরপুর আর্মি ক্যাম্প সূত্রে জানা যায়, গত শুক্রবার সকালে আগুনের ঘটনার পর গোয়েন্দা নজরদারি শুরু হয়। ঘটনাস্থলের সিসি ক্যামেরা বিশ্লেষণ করে ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে তথ্য-প্রমাণ সংগ্রহ করা হয়। পরে গত শুক্রবার রাতে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের কাফরুল থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে। এর আগে গত শুক্রবার সকালে রাজধানীর মিরপুরের সেনপাড়া এলাকায় আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে খবর পেয়ে সকাল ৭টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা যায়, গত শুক্রবার বাস নিয়ে সেনপাড়া এলাকায় পৌঁছালে কয়েকজন হাতের ইশারা দিয়ে বাস থামাতে বলেন। থামানোর পর চালক ও তার সহকারীকে পিটিয়ে বাস থেকে নামিয়ে দেওয়া হয়। আরও জানা গেছে, আলিফ পরিবহন থেকে কিছু কর্মীকে ছাঁটাই করা হয়েছে। যে কারণে ক্ষুব্ধ হয়ে ছাঁটাই হওয়া কর্মীদের একটি অংশ এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছে পুলিশ। বিষয়টি নিয়ে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আমরা ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখছি। আমাদের প্রাথমিকভাবে মনে হচ্ছে পরিবহনের স্টাফদের মধ্যে একটা অভ্যন্তরীণ দ্বন্দ্ব রয়েছে, এর কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে। আরও দ্বন্দ্ব রয়েছে, সব বিষয় সামনে রেখে আমরা তদন্ত করে যাচ্ছি।

ওই বাসে যখন দুর্বৃত্তরা আগুন দেয় তখন কোনো গুলি করা হয়েছিল কি না প্রশ্ন করা হলে ওসি বলেন, আমাদের কাছে প্রাথমিকভাবে এমন অভিযোগ করা হয়েছিল।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত