
গাজাগামী মানবিক সাহায্য বহর ‘সুমুদ ফ্লোটিলা’ ইসরায়েল কর্তৃক আটকে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সিভিল রাইটস্ সোসাইটি-বিসিআরএস। গতকাল রোববার বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ সিভিল রাইটস্ সোসাইটি (বিসিআরএস) আয়োজিত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের চেয়ারম্যান জাকির হোসেন এর সভাপতিত্বে নির্বাহী পরিচালক শেখ মোহাম্মদ তাজুল ইসলাম এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন জাতীয় প্রেস ক্লাবে সদস্য এইচ এম আল আমিন ও ডি এম আমিরুল ইসলাম অমর, সংগঠনের পরিচালক, প্রদীপ কুমার পাল, এম এইচ প্রিন্স, জি এম কিবরিয়া, জামাল উদ্দিন আহমেদ, মতিউর রহমান সরদার এবং মৌলিক বাংলার কবির হোসেন টিটু, ফরিদ আহমেদ প্রমুখ। সমাবেশে সংগঠনের চেয়ারম্যান জাকির হোসেন বলেন, ‘গাজাগামী আন্তর্জাতিক ত্রাণবাহী নৌবহর আটকানোর ঘটনায় আমরা অত্যন্ত উদ্বিগ্ন, এই ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
বহরে বহন করা ত্রাণ অবশ্যই নিরাপদে গাজায় পৌঁছে দিতে স্থানীয় মানবিক সংস্থার কাছে হস্তান্তর করা উচিত। ইসরায়েলকে আন্তর্জাতিক আইন মানার আহবান করছেন নেতারা। সংগঠনের নির্বাহী পরিচালক শেখ মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ‘গাজামুখী ত্রাণ বহরে বিদেশি কর্মীদের আটক করার খবরে নিন্দা জানাচ্ছি এবং জাহাজে থাকা নাগরিকদের সহায়তা দিতে জাতিসংঘের হস্তক্ষেপ আশা করছি। আমরা সব পক্ষকে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানাই এবং সংশ্লিষ্ট সবার নিরাপত্তা ও মানবিক আচরণ নিশ্চিত করার দাবি জানাই।’ বক্তারা বলেন, অবরুদ্ধ গাজা ইতোমধ্যেই ভয়াবহ মানবিক বিপর্যয়ের মধ্যে রয়েছে। দুই বছরেরও কম সময়ে ৬৬ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে, যার অধিকাংশ নারী ও শিশু।