ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ২০০ ধাপ এগিয়েছে ঢাবি

বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ২০০ ধাপ এগিয়েছে ঢাবি

যুক্তরাজ্যভিত্তিক খ্যাতনামা শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন প্রকাশ করেছে ২০২৬ সালের ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং। এ বছর বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ৮০১ থেকে ১০০০-এর মধ্যে স্থান পেয়ে আগের বছরের তুলনায় ২০০ ধাপ এগিয়েছে। গত বছর ঢাবির অবস্থান ছিল ১০০১ থেকে ১২০০-এর মধ্যে। একই সঙ্গে ঢাবি যৌথভাবে বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ধরে রেখেছে। টাইমস হায়ার এডুকেশন-এর অফিসিয়াল ওয়েবসাইটে এই র‌্যাঙ্কিং প্রকাশ করা হয়।

এ তালিকায় বিশ্বের মোট ৩,১১৮টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। শিক্ষা, গবেষণার পরিবেশ, গবেষণার মান, আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি এবং শিল্পেেত্রর সঙ্গে সহযোগিতা- এই পাঁচটি সূচকের ভিত্তিতে র‌্যাঙ্কিং নির্ধারণ করা হয়েছে। সূচকভিত্তিক অগ্রগতির মধ্যে গবেষণার পরিবেশ সূচকে আগের বছরের তুলনায় ৩ পয়েন্ট (১০.৩-১৩.৩), গবেষণার মান সূচকে ৯.৩ পয়েন্ট (৬৭.২-৭৬.৫) এবং শিল্পেেত্রর সঙ্গে সহযোগিতা সূচকে ১১.৮ পয়েন্ট (২১.৪-৩৩.২) অগ্রগতি হয়েছে। বর্তমানে শিা সূচকে ঢাবির পয়েন্ট ১৭.৭ এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি সূচকে পয়েন্ট ৪৫। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত