
যুক্তরাজ্যভিত্তিক টাইমস হায়ার এ্যাডুকেশনের ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংস-২০২৬’ তালিকায় বাংলাদেশের মধ্যে যৌথভাবে শীর্ষ স্থানে রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। গতকাল বৃহস্পতিবার প্রকাশিত এ তালিকায় আছে দেশের মোট ২৮টি বিশ্ববিদ্যালয়। এরমধ্যে ১৯টি সরাসরি র্যাঙ্কিং এবং বাকি ৯টি রিপোর্টার হিসেবে তালিকায় নাম এসেছে। তবে সবগুলোর অবস্থান ৮০০-এর পরে। এ তালিকায় বিশ্বের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ৮০১-১০০০ পরিসীমার ঘরে অবস্থান করছে বিশ্ববিদ্যালয়টি। পাশাপাশি গবেষণার মানের দিক থেকে বিশ্ব তালিকার ২৯২তম স্থানে জায়গা করে নিয়েছে বাংলাদেশের এই বেসরকারি বিশ্ববিদ্যালয়। র্যাঙ্কিংয়ের এই তালিকার বিশ্বের মোট ২১৯১টি বিশ্ববিদ্যালয়ের নাম উল্লেখ রয়েছে। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি