
বিশ্ব মান দিবসে উপলক্ষে বক্তারা বলেন, বিএসটিআইয়ের অনেক ল্যাবরেটরি আন্তর্জাতিক মান সম্পন্ন হিসেবে গড়ে তোলা হয়েছে। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে পুরোপুরি আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে কাজ করে যেতে হবে। এছাড়া বিএসটিআইয়ের সনদ যাতে অন্যান্য দেশ গ্রহণ করে সে বিষয়ে বিভিন্ন দেশের সঙ্গে সরকারের দ্বিপাক্ষিক চুক্তি করা প্রয়োজন। ভেজাল ও নকলকারীদের বিরুদ্ধে বিএসটিআইকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান। গতকাল মঙ্গলবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ এ বিশ্ব মান দিবস- ২০২৫ উপলক্ষে ‘সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে-মান’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। বিএসটিআইয়ের মহাপরিচালক এসএম ফেরদৌস আলম এর সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর সভাপতি এএইচএম সফিকুজ্জামান, প্রাণ-আরএফএল গ্রুপ এর চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী, এফবিসিসিআইয়ের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর প্রধান মো. জাফর ইকবাল। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর উপ-উপাচার্য প্রফেসর ড. আব্দুল হাসিব চৌধুরী। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি