
আন্তঃসীমান্ত নদীগুলোর ন্যায্য বণ্টন, টেকসই ব্যবস্থাপনা এবং সহযোগিতা জোরদারে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বাংলাদেশের জন্য নদী শুধু নদী নয়, নদীই আমাদের প্রাণ। গত সোমবার সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘ পানি কনভেনশনের অধীনে ‘ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট’ এবং ‘মনিটরিং অ্যান্ড অ্যাসেসমেন্ট’ বিষয়ক ষষ্ঠ যৌথ সভার উদ্বোধনী অধিবেশনে নব-অধিভুক্ত সদস্য দেশ হিসেবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে তিনি এ কথা বলেন।
রিজওয়ানা হাসান বলেন, বাংলাদেশ বিশ্বের বৃহত্তম নদীবাহিত ব-দ্বীপ গঙ্গা-পদ্মা, ব্রহ্মপুত্র-যমুনা ও সুরমা-মেঘনা অববাহিকার মিলনে গঠিত। দেশের মোট পৃষ্ঠজলের ৯০ শতাংশই আসে সীমান্তের বাইরে থেকে। তাই নিম্নগতি-প্রবাহী দেশ হিসেবে বাংলাদেশের টিকে থাকা আন্তঃসীমান্ত সহযোগিতার ওপর নির্ভরশীল। তিনি বলেন, বৈশ্বিক পানি ব্যবস্থাপনায় ন্যায্যতা, স্থায়িত্ব ও ন্যায়বিচার রক্ষা এখন সময়ের দাবি। দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে জাতিসংঘ পানি কনভেনশনে বাংলাদেশের সদস্যপদ টেকসই পানি ব্যবস্থাপনায় গঠনমূলক আন্তর্জাতিক সম্পৃক্ততা বাড়াবে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি