
গত বৃহস্পতিবার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বাহিনীর চলমান প্রশিক্ষণ, প্রশাসনিক ও অপারেশনাল কার্যক্রম প্রত্যক্ষ করার অংশ হিসেবে চট্টগ্রাম জেলার রাউজান ও রাঙ্গুনিয়া উপজেলায় অনুষ্ঠিত ১০ দিনব্যাপী গ্রামভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ ২০২৫-২৬ (দ্বিতীয় ধাপ) পরিদর্শন করেন। প্রশিক্ষণরত সদস্য-সদস্যাদের সঙ্গে মতবিনিময়কালে মহাপরিচালক সমাজের অসংগতি দূরীকরণে শৃঙ্খলা ও সামাজিক আন্দোলনের গুরুত্বের ওপর জোর দেন এবং তরুণ ভিডিপি সদস্যদের সমাজ পরিবর্তনের অগ্রদূত হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
মহাপরিচালক বলেন, ‘আনসার-ভিডিপির প্রশিক্ষণের মূল ভিত্তি হলো শৃঙ্খলা। সুশৃঙ্খল সমাজেই সমৃদ্ধি ও সম্ভাবনার ক্ষেত্রগুলো সনাক্ত ও বিকশিত করা সম্ভব। আনসার বাহিনীর প্রশিক্ষণের মাধ্যমে অনুপ্রাণিত তরুণ ভিডিপি সদস্য-সদস্যাদের হাত ধরেই একটি সম্ভাবনাময়, শৃঙ্খলিত ও আদর্শ সমাজ গড়ে তোলা সম্ভব- বাহিনীটি সেই লক্ষ্যেই অগ্রসর হচ্ছে।’ সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি