
বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় ষষ্ঠ অবস্থানে রাজধানী ঢাকা, যার স্কোর ১৬৭। এই স্কোর বাতাসের মানকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ বলে নির্দেশ করে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) থেকে এ তথ্য জানা গেছে। এদিকে, ‘খুবই অস্বাস্থ্যকর’ ভারতের দিল্লির বাতাস। ২৩৩ একিউইআই স্কোর নিয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় প্রথম স্থানে উঠেছে শহরটি। ২২৮ একিউআই স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। আর ১৮৮ স্কোর নিয়ে তৃতীয় স্থানেও রয়েছে পাকিস্তানের করাচি।
এছাড়া ১৭৩ স্কোর নিয়ে কলকাতা চতুর্থ ও ১৭৩ স্কোর নিয়ে তালিকায় পঞ্চম স্থানে রয়েছে উজবেকিস্তানের তাশকেন্ট। মূলত একিউআই স্কোর অনুযায়ী, ৫০ থেকে ১০০ এরমধ্যে থাকলে তাকে ‘মধ্যম’ বা ‘গ্রহণযোগ্য’ পর্যায় হিসেবে বিবেচনা করা হয়। তার নীচে থাকা বায়ুকে ভালো বলা হয়।