ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

আ.লীগের চার নেতাকর্মী গ্রেপ্তার

আ.লীগের চার নেতাকর্মী গ্রেপ্তার

গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরীতে নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়। গ্রেপ্তারকৃতরা হলো- সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুস সালেক (৪৬), ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. জামাল উদ্দীন ওরফে হাসান উদ্দীন জামাল (৪২), ঢাকা মহানগর শেরে বাংলানগর থানার স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও বৃহত্তর তেজগাঁও থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আফজাল খান সুমন (৪২) ও ঢাকা মহানগর দক্ষিণের ওয়ারী থানার ৪১নং ওয়ার্ড ছাত্রলীগ সাবেক সভাপতি আব্দুস সালাম বেপারী নয়ন (৪৩)। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শনিবার রাত আনুমানিক পৌনে ১টায় রাজধানীর মোহাম্মদপুর থানাধীন নবোদয় হাউজিং এলাকায় অভিযান পরিচালনা করে মো. আব্দুস সালেককে গ্রেপ্তার করে ডিবি-গুলশান বিভাগের একটি টিম। এরআগে বিকাল ৫টায় রাজধানীর কদমতলী থানাধীন মেরাজনগর এলাকা থেকে ডিবি মতিঝিল বিভাগের একটি টিম মো. জামাল উদ্দীন ওরফে হাসান উদ্দীন জামালকে গ্রেপ্তার করে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত