ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

নির্বাচনের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন

নির্বাচনের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন

রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেটে নির্বাচন আয়োজন ও মার্কেট দখলচেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছে দোকান মালিক ও ব্যবসায়ীরা। গতকাল সোমবার দুপুরে মার্কেটের সামনে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন দুই শতাধিক ব্যবসায়ী। মানববন্ধনে ‘নীল ক্রাফট’-এর স্বত্বাধিকারী মো. সাইফুল ইসলাম বলেন, ‘মামলাবাজ, দখলদারদের মার্কেটে অবাঞ্ছিত ঘোষণা করতে হবে। দ্রুত নির্বাচন দিতে হবে।’ ‘শাল মহুয়া’-এর স্বত্বাধিকারী রবিউল ইসলাম রবি বলেন, ‘মার্কেটের শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে হলে নির্বাচনের বিকল্প নেই।’ ব্যাগ ব্যবসায়ী মো. আলাল সরকার বলেন, ‘হাইকোর্টের রিট নয়, আমরা নির্বাচন চাই।’ সার্জিক্যাল পণ্যের ব্যবসায়ী স্বপন বলেন, ‘আমরা সবাই শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন চাই।’ মানববন্ধনে উপস্থিত ব্যবসায়ীরা ‘নির্বাচন, নির্বাচন’ স্লোগান দিয়ে মার্কেট দখলচেষ্টার প্রতিবাদ জানান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত নির্বাচনের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত