ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

বিইউএফটিতে তিন দিনব্যাপী বইমেলা উদ্বোধন

বিইউএফটিতে তিন দিনব্যাপী বইমেলা উদ্বোধন

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি)-এর শহিদ সেলিম কেন্দ্রীয় গ্রন্থাগার তিনদিনব্যাপী বইমেলার আয়োজন করেছে। গতকাল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এর উদ্বোধনী অনুষ্ঠান হয়। এই আয়োজন জ্ঞানভিত্তিক, সাহিত্যিক ও সৃজনশীল পরিবেশে একত্র করেছে শিক্ষার্থী, শিক্ষক এবং বইপ্রেমীদের। বইমেলাটি চলবে আগামীকাল পর্যন্ত, যেখানে রয়েছে বিভিন্ন সাহিত্যিক আয়োজন, বই প্রদর্শনী এবং প্রকাশকদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান ফারুক হাসান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স অ্যাসোসিয়েশন-এর পরিচালক নেসার উদ্দিন আইয়ুব, যিনি বাংলাদেশের প্রকাশনা শিল্পের বর্তমান প্রবণতা নিয়ে গুরুত্বপূর্ণ মতামত উপস্থাপন করেন। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত