
রাজধানীর কাপ্তানবাজার এলাকা থেকো ১০ হাজার পিস ইয়াবা ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসসহ চার মাদককারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের ডিবি-গুলশান বিভাগ। গ্রেপ্তাররা হলেন- জিয়াউল হক (৩৮), আব্দুল্লাহ (৩০), ফয়সাল (২৪) ও শাহজাহান (২৫)। ওয়ারীর নবাবপুর এলাকায় কাপ্তানবাজার কমপ্লেক্স-২ এর সামনের পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে তাদের ইয়াবা ও মাইক্রোবাসসহ গ্রেপ্তার করা হয়। গ্রপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।