ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

চট্টগ্রামে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পলায়ন

গ্রেপ্তার সাত
চট্টগ্রামে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পলায়ন

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়া ছিনতাইকারী ইমাম হোসেন আকাশকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই সঙ্গে ছিনতাইকারী চক্রের আরও ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে আকাশকে ও বাকিদের নগরীর বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- ইমাম হোসেন আকাশ, মো. হোসেন, রাব্বী, সুনিয়া আক্তার, আছনা, মো. মুন্না ও সুমাইয়া আক্তার। চট্টগ্রামের পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমান বলেন, ‘গত মঙ্গলবার চমেক থেকে পুলিশকে ছুরি মেরে পালানোর ঘটনায় আকাশকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া একই ছিনতাইকারী চক্রের আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।’

পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার চট্টগ্রামের বন্দর থানা এলাকায় এক চীনা নাগরিককে ছিনতাইয়ের উদ্দেশে ছুরিকাঘাত করে আকাশ।

ওই সময় স্থানীয়রা তাকে দেখে আটক করে মারধর করে পুলিশে সোপর্দ করে। এরপর আহত অবস্থায় পুলিশ তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করে। রাত ৯টার দিকে পাহারায় থাকা এক পুলিশকে আহত করে পালিয়ে যান আকাশ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত