
জাকির নায়েকের বাংলাদেশে আসা বাতিল হওয়ার প্রতিবাদে জবিতে মানববন্ধন করে আপ বাংলাদেশ। বিশ্বখ্যাত ইসলামিক স্কলার ড. জাকির নায়েককে বাংলাদেশে আসার অনুমতি না দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছে ইউনাইটেড পিপলস (আপ) বাংলাদেশের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম দেশ। এখানে আসার অনুমতি কে পাবে আর কে পাবে না, সেটা এ দেশের জনগণ ঠিক করবে। ভারতের প্রেসক্রিপশনে কোনো ব্যক্তিকে বাংলাদেশে আসার অনুমতি না দেওয়া কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। আপ বাংলাদেশের জবি শাখার সংগঠক তৌহিদুল ইসলাম বলেন, গত ১৫বছর খুনি হাসিনা বাংলাদেশকে ভারতের কলোনিতে রূপান্তরিত করেছে। জুলাই অভ্যুত্থান ছিল এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। আমরা ভেবেছিলাম এই সরকার ভারতের চোখে চোখ রেখে কথা বলবে। কিন্তু দুঃখের বিষয় ভারতের ভেটো দেওয়ার কারণে সরকার জাকির নায়েককে আসতে বাধা দেয়। বাংলাদেশের ছোটখাটো বিষয়ে ভারত আধিপত্য বিস্তার করেছে। ৫ আগস্টের পর ভারতীয় আধিপত্যবাদ জাতি মেনে নেবে না।
আপ বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য মাসুদ রানা বলেন, ৫ আগস্টের পর দিল্লি-পিন্ডির আধিপত্যবাদ আর চলবে না। ভারত যদি ড. নায়েককে ফেরত চায়, তবে আগে খুনি হাসিনাকে ফেরত দিতে হবে। তিনি আরও বলেন, ড. জাকির নায়েক কোনো অপরাধী নয়। তিনি ২০০ কোটি মুসলিমের হৃদয়ের স্পন্দন।