
গম ফসলের মারাত্মক রোগ গম ব্লাস্ট দ্রুত শনাক্তকরণের জন্য উদ্ভাবিত শনাক্তকরণ কিটের ব্যবহারিক প্রয়োগের কার্যকারিতা যাচাই শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মশালা গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালাটি গাজিপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর উদ্যোগে এবং ‘Disease Early Warning System (DEWAS)-Wheat Blast Diagnostic’ প্রকল্পের প্রধান গবেষক প্রফেসর ড. মো. তোফাজ্জল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত হয়। কর্মশালার আলোচ্য বিষয় হিসেবে এ কিটের মূল বৈশিষ্ট্য হলো এটি অত্যন্ত দ্রুত, সহজে, কম খরচে এবং সুনির্দিষ্টভাবে গম ব্লাস্ট সৃষ্টিকারী ছত্রাক জীবাণু Magnaporthe oryyae Triticum (MoT)-কে শনাক্ত করতে পারে। এটি PCRD স্ট্রিপ পদ্ধতিতে মাত্র ৩০ মিনিটের মধ্যে জীবাণু শনাক্ত করতে সক্ষম। একটি সনাক্তকরণ নমুনা পরীক্ষায় খরচ হয় মাত্র ৩০০-৪০০ টাকা। দিনব্যাপী তিনটি পর্বে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গাজিপুর কৃষি বিশ্ববিদ্যালয়েরর ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি