
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় বিএমইউ’র শহিদ আবু সাঈদ কনভেনশন সেন্টাওে গতকাল শনিবার বাংলাদেশ সোসাইটি অফ পেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজি অ্যান্ড নিউট্রশনের দুই দিনব্যাপী ষষ্ঠ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৈজ্ঞানিক সেমিনারসহ নানা আয়োজন করা হয়। গুরুত্বপূর্ণ এই সম্মেলনে শিশু গ্যাস্ট্রোএন্টারোলজি অ্যান্ড নিউট্রশন বিষয়ক ৬ শতাধিক শিক্ষক, বিশেষজ্ঞ চিকিৎসক, চিকিৎসক, শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন। এতে দেশীয় চিকিৎসকদের পাশাপাশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকরাও অংশ নেন। এই আন্তর্জাতিক সম্মেলনে শিশুদের গ্যাস্ট্রিক, লিভার রোগ ও পুষ্টি সম্পর্কিত সমস্যার প্রতিকার, প্রতিরোধ, সচেতনা বৃদ্ধি, সর্বাধুনিক চিকিৎসাসেবা ও শিশুবিষয়ক গ্যাস্ট্রোএন্টারোলজি চিকিৎসাসেবা কার্যক্রম প্রসারের উপর গুরুত্বারোপ করা হয়। সেমিনারে আরো জানানো হয় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগে শিশুদের লিভার রোগ, গ্যাস্ট্রোএন্টারোলজি ও পুষ্টিজনিত সমস্যার উন্নত চিকিৎসাসেবা বিদ্যমান রয়েছে। একই সঙ্গে এ বিষয়ে উচ্চতর চিকিৎসা শিক্ষা ও গবেষণা কার্যক্রম চলমান রয়েছে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি