
মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) প্রতিষ্ঠালগ্ন ২০০৬ সাল থেকে স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে ক্ষুদ্রঋণ খাতের রেগুলেটরি কার্যক্রম পরিচালনা করে আসছে। অন্তর্ভুক্তিমূলক আর্থিক খাত প্রতিষ্ঠার লক্ষ্যে এমআরএ নিয়মিতভাবে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মাসিক, ত্রৈমাসিক ও আঞ্চলিক পর্যায়ে মতবিনিময় সভা আয়োজন করে থাকে। এরই ধারাবাহিকতায় টাঙ্গাইল, জামালপুর, গাজীপুর এবং মানিকগঞ্জ জেলাস্থ ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান ও শীর্ষ ২০ ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান প্রধান নির্বাহী কর্মকর্তাদের অংশগ্রহণে ‘ব্যাংক-এমএফআই লিংকেজ আঞ্চলিক সেমিনার’ গতকাল শনিবার টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার ওয়াটার গার্ডেন রিসোর্টে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সেমিনারে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের ব্যাংক ঋণ প্রবাহের চ্যালেঞ্জ ও সম্ভাবনার বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়। সেমিনার শেষে উপস্থিত অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন যে, ব্যাংক ও ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে অর্থপ্রবাহ বৃদ্ধি পাবে এবং দারিদ্র্য বিমোচন ও নারীর ক্ষমতায়নে ক্ষুদ্রঋণ খাত আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উক্ত সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন অথরিটির নির্বাহী পরিচালক নূরে আলম মেহেদী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন এমআরএ’র যুগ্ম পরিচালক রনজিত কুমার সরকার এবং সঞ্চালনা করেন এমআরএ’র পরিচালক মোহাম্মদ আব্দুল মান্নান। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি