ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

লিখিত পরীক্ষার যৌক্তিক সময় দাবিতে পিএসসি ঘেরাও পরীক্ষার্থীদের

লিখিত পরীক্ষার যৌক্তিক সময় দাবিতে পিএসসি ঘেরাও পরীক্ষার্থীদের

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার যৌক্তিক সময় নির্ধারণের দাবিতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ঘেরাও কর্মসূচি পালন করছেন পরীক্ষার্থীরা। গতকাল রোববার সকাল থেকে রাজধানীর আগারগাঁওয়ে পিএসসি কার্যালয়ের সামনে জড়ো হয়ে এ কর্মসূচিতে অংশ নেন ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীরা। পরীক্ষার্থীদের অভিযোগ, পূর্ববর্তী বিসিএসগুলোতে লিখিত পরীক্ষার জন্য তিন থেকে ছয় মাস সময় দেওয়া হলেও এবার হাতে মিলেছে মাত্র ৪০ দিন। আগামী ২৭ নভেম্বর লিখিত পরীক্ষা শুরুর সিদ্ধান্ত বৈষম্যমূলক ও অযৌক্তিক। সময় বাড়ানোর আশ্বাস দিয়েও পিএসসি পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী রুটিন প্রকাশ করেছে। আমরা পিএসসি কর্মকর্তাদের সঙ্গে সরাসরি কথা না বলা পর্যন্ত আগারগাঁও এলাকা ত্যাগ করব না। এদিকে, নিরাপত্তার জন্য পিএসসির সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। তারা আন্দোলনকারীদের বোঝানোর চেষ্টা করছেন। তারা বারবার বলছেন, আপনারা আন্দোলন করেন ঠিক আছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত