ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

মানারাত ইউনিভার্সিটির সিজিইডির সম্মেলন

মানারাত ইউনিভার্সিটির সিজিইডির সম্মেলন

ম্যানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এমআইইউ)-এর সেন্টার ফর জেনারেল এডুকেশন (সিজিইডি)-এর সহযোগী অধ্যাপক ড. মোহাম্মাদ আবুল কালাম আজাদ পাকিস্তানে আয়োজিত ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন মেন্টাল হেলথ, হিউম্যান ডিগনিটি অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ: মিটিগেটিং গ্লোবাল সাইকোলজিক্যাল রিস্কস (MHHDCC 2025)’-এ কী-নোট স্পিকার হিসেবে অংশগ্রহণ করেছেন।

সম্মেলনটি অনুষ্ঠিত হয় পাকিস্তানের ইউনিভার্সিটি অব সেন্ট্রাল পাঞ্জাব (ইউসিপি)-এ গত ২৭ অক্টোবর। এতে বিশ্বের বিভিন্ন দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, মনোবিজ্ঞানী ও গবেষকগণ অংশগ্রহণ করেন। মানসিক স্বাস্থ্য, মানব মর্যাদা এবং জলবায়ু পরিবর্তনের পারস্পরিক সম্পর্ক নিয়ে সম্মেলনে ১২০টিরও বেশি গবেষণাপত্র উপস্থাপিত হয়। সম্মেলনে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ ইউনুস জাহিদ (সাবেক পরিচালক, এনভায়রনমেন্ট প্রোটেকশন বিভাগ), ড. আংকা মিনেকো (ইউনিভার্সিটি অব লিমেরিক, আয়ারল্যান্ড), এবং প্রফেসর ড. শাজিয়া হাসান (ইউসিপি, পাকিস্তান) প্রমুখ। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত