
মাওলানা ড. মিজানুর রহমান আজহারীর লেখা ‘এক নজরে কুরআন’ বই অন্যরা নকল করে বাজারে ছাড়ার বিষয়ে তদন্তের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন। একই সঙ্গে আগামী ১১ ডিসেম্বর এ বিষয়ে প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেন আদালত।
আদালত আদেশে বলেন, মাওলানা ড. মিজানুর রহমান আজহারীর বহুল প্রচারিত বইটি নকল করে বাজারজাত করায় বাংলাদেশে প্রচলিত আইন অনুযায়ী ফৌজদারী অপরাধ। কপিরাইট আইন, ২০২৩ ও পেনাল কোডের ৪২০/৪৬৮/৪৭১/৩৪ ধারা মোতাবেক আমলযোগ্য ও বিচারযোগ্য অপরাধ।
এমতাবস্থায়, আদেশে প্রতিবেদন আমলে নিয়ে ফৌজদারী কার্যবিধির ১৯০(১) (সি) ধারা মোতাবেক স্বপ্রণোদিত হয়ে উক্ত ঘটনার বিষয়ে আদেশ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হলো। বেসরকারি টেলিভিশনে প্রচারিত অনুষ্ঠানটি পর্যালোচনা পূর্বক উক্ত প্রতিবেদনে প্রকাশিত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে ও সরেজমিনে তদন্ত পূর্বক এবং ‘এক নজরে কুরআন’ বইয়ের প্রকাশক সত্যায়ন পাবলিশার্স থেকে তথ্য সংগ্রহসহ বিস্তারিত তদন্ত করার জন্য ডিবি, ডিএমপি, ঢাকা-কে নির্দেশ প্রদান করা হলো।