
বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি (বিএমইউ)-এর ক্লিনিক্যাল অনকোলজি বিভাগে গতকাল রোববার অনুষ্ঠিত হলো ‘Evidence-Based Treatment Overviwe of Lung Cancer and Stereotactic Ablative Body Radiotherapy (SABR)’ শীর্ষক দুই দিনব্যাপী একাডেমিক সেশনের সমাপনী অনুষ্ঠান। এই বৈজ্ঞানিক সেশনে মূল বক্তা হিসেবে যুক্তরাজ্যের সাউথএন্ড ইউনিভার্সিটি হাসপাতালের কনসালট্যান্ট ক্লিনিক্যাল অনকোলজিস্ট ডা. রফিকুল ইসলাম, MRCP, FRCR উপস্থিত ছিলেন। তিনি আন্তর্জাতিক গাইডলাইনভিত্তিক ফুসফুস ক্যান্সারের চিকিৎসা, স্টেজিং ও রিস্ক স্ট্রাটিফিকেশন, অত্যাধুনিক SABR প্রযুক্তি এবং সিস্টেমিক থেরাপির সাম্প্রতিক বৈজ্ঞানিক অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি