ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

মশা নিধনে চসিকের বিশেষ ক্রাশ প্রোগ্রাম

মশা নিধনে চসিকের বিশেষ ক্রাশ প্রোগ্রাম

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের নির্দেশনায় নগরের অন্যতম ব্যস্ত অঞ্চল প্রবর্তক মোড় ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আশপাশে মশক নিধন ক্রাশ প্রোগ্রাম এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে চসিক। ডেঙ্গুর ঝুঁকি বেড়ে যাওয়ায় জনস্বাস্থ্য সুরক্ষায় এই অভিযানকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। গতকাল সোমবার সকাল থেকে শুরু হওয়া অভিযানে হাসপাতাল এলাকা ও সংলগ্ন সড়কগুলোতে মশার প্রজননস্থল চিহ্নিত করে লার্ভা ধ্বংস, ফগিং, জমে থাকা পানি অপসারণ, ড্রেন-নালা পরিষ্কার, এবং বর্জ্য অপসারণ কার্যক্রম পরিচালনা করা হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় প্রতিদিন হাজারো রোগী ও স্বজনের উপস্থিতি থাকায় এলাকা দ্রুত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে এ কারণে অঞ্চলটি চসিকের বিশেষ নজরদারিতে রয়েছে।

চসিক সূত্র জানায়, নগরের মোট ২৫টি ঝুঁকিপূর্ণ এলাকায় একযোগে মশা নিধন কার্যক্রম চলছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত