
গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল)-এর ৩১তম বার্ষিক সাধারণ সভা গত ১৭ নভেম্বর ঢাকার শের-ই-বাংলা নগর প্রশাসনিক এলাকাস্থ কোম্পানির প্রধান কার্যালয়ের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়। জিটিসিএল পরিচালক পর্ষদের চেয়ারম্যান ড. মো. হাফিজুর রহমান ভূঞা সভায় সভাপতিত্ব করেন এবং কোম্পানির শেয়ারহোল্ডার ও চেয়ারম্যান, পেট্রোবাংলা মো. রেজানুর রহমানসহ অন্যান্য শেয়ারহোল্ডার ও কোম্পানির পরিচালক পর্ষদের সদস্যগণ সভায় উপস্থিত ছিলেন। বার্ষিক সাধারণ সভায় কোম্পানির ২০২৩-২০২৪ অর্থবছরের নিরীক্ষিত হিসাব ও ব্যবস্থাপনা প্রতিবেদন অনুমোদিত হয়। কোম্পানি ২০২৩-২০২৪ অর্থবছরে ০৬টি গ্যাস বিতরণ কোম্পানীকে জিটিসিএল কর্তৃক পরিচালিত জাতীয় গ্যাস গ্রিডের মাধ্যমে ২১৫৯.৭৮ কোটি ঘনমিটার গ্যাস এবং কনডেনসেট পাইপলাইনের মাধ্যমে ১৮.২৪ কোটি লিটার কনডেনসেট পরিবহন করে ২২১৯.৭৮ কোটি টাকা এবং অন্যান্য আয় বাবদ ৭.৩৯ কোটি টাকাসহ সর্বমোট ২২২৭.১৭ কোটি টাকা রাজস্ব আয় করেছে। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি