ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

রেলপথ অবরোধ করে ফের বিক্ষোভ রাবি শিক্ষার্থীদের

রেলপথ অবরোধ করে ফের বিক্ষোভ রাবি শিক্ষার্থীদের

দুই দফা দাবিতে রেলপথ অবরোধ করে আবারও বিক্ষোভ করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর পুলিশের হামলার প্রতিবাদ ও অবিলম্বে ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবি জানান তারা। গতকাল রোববার বিশ্ববিদ্যালয় সংলগ্ন স্টেশন বাজারে এ অবরোধ করা হয়। শিক্ষার্থীরা বলছেন, আমরা দাবি জানিয়েছি, কিন্তু কর্তৃপক্ষ কর্ণপাত করেননি। কয়েকবার শান্তিপূর্ণ দাবি জানিয়েছি। এই বৈষম্য কোনোভাবেই মানা যায় না। আমাদের প্রতিবাদ চলবে। এর আগে, ২২ নভেম্বর বিকালে সাড়ে ৪টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত এই রেললাইন অবরোধ করে বিক্ষোভ করেন এই আন্দোলনকারীরা।

এতে ঢাকা-রাজশাহী রুটে রেল চলাচল বন্ধ হয়। ভোগান্তি পড়েন বহু যাত্রী।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত