ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

কেকেবিএইউতে সেমিনার অনুষ্ঠিত

কেকেবিএইউতে সেমিনার অনুষ্ঠিত

খুলনা খানবাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) কর্তৃক ‘THE PROSPECT OF PRIVATE UNIVERSITY STUDENTS IN BANGLADESH JOB MARKET’ শীর্ষক এক সেমিনার গত শনিবার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ে যোগদানকারী প্রথম শিক্ষক বর্তমানে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ এর ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের প্রফেসর ড. নজরুল ইসলাম।

তিনি বলেন, উচ্চশিক্ষার ক্ষেত্রে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভূমিকা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। দেশে প্রতিবছর সাড়ে তিন লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়, যার মধ্যে প্রায় দেড় লাখ কর্মসংস্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটরা সুযোগ পায়, ৫০ হাজার সুযোগ পায় সরকারি বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটরা। বাকি ৫০ হাজার বেকার থাকে। তিনি বলেন, জীবনে সাফল্য অর্জন করতে হলে স্বপ্ন দেখতে হবে, ভিশন থাকতে হবে, আইকিউ থাকতে হবে। আর আইকিউ এর চেয়ে ইকিউ গুরুত্বপূর্ণ। বিষয়ভিত্তিক জ্ঞানের সঙ্গে আচরণগত শিষ্টাচারও গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, আহ্ছানিয়া মিশন দেশে এখন বেশ সুপরিচিতি নাম যার পৃষ্ঠপোশকতায় খুলনা খানবাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয় পরিচালিত হচ্ছে। ফলে খুব শিগগিরই এই বিশ্ববিদ্যালয়টি ব্রান্ডিং পর্যায়ে উন্নীত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট)) প্রফেসর ড. মোঃ আনিসুর রহমান। তিনি বলেন, এই বিশ্ববিদ্যালয়ে মানসম্মত শিক্ষা প্রদানের লক্ষ্যে নানামুখী প্রচেষ্টা নেওয়া হচ্ছে। এই সেমিনার সেই প্রচেষ্টারই অংশ। সেমিনারের মাধ্যমে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও শিক্ষকরা যে দিকনির্দেশনা পেয়েছে তা কাজে লাগিয়ে লাভবান হবেন বলে তিনি আশা করেন।

তিনি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কি-নোট স্পিকারকে আন্তরিক ধন্যবাদ জানান। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক হিসেবে একটি ক্রেস্ট উপহার দেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিশেষ অতিথি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস এম আতিয়ার রহমান। সেমিনারে সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মোঃ মুঈন উদ্দিন। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ, সিনিয়র শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত