ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

হারিয়ে যাওয়া শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ

হারিয়ে যাওয়া শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ

হারিয়ে যাওয়া শিশু সায়নকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) শাহমখদুম থানা। গত রোববার রাতে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এ তথ্য নিশ্চিত করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) গাজিউর রহমান বলেন, গত রোববার বিকাল সাড়ে ৩টায় মহানগরীর আমচত্ত্বর এলাকা থেকে হারিয়ে যাওয়া শিশুটিকে উদ্ধার করে শাহমখদুম থানা পুলিশ। শিশুটি নিজের নামণ্ডপরিচয় জানাতে পার ছিল না। পরে তার স্কুল ব্যাগের খাতায় লেখা নাম দেখে জানা যায় শিশুটির নাম সায়ন।

উদ্ধারের পর শিশুটিকে আরএমপির ভিকটিম সাপোর্ট সেন্টারে নিরাপদে রাখা হয়। পরবর্তীতে শিশুটির পরিচয় জানতে আরএমপির ফেসবুক পেইজে একটি পোস্ট করা হয়। পোস্টটি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং স্বজনরা তা দেখে শিশুটির পরিচয় শনাক্ত করতে সক্ষম হন।

তিনি আরও বলেন- তথ্য যাচাই-বাছাই শেষে, গত রোববারই শিশুটিকে তার পরিবারের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং ভিকটিম সাপোর্ট সেন্টারের ইনচার্জ মাসুমা মুস্তারী। নিজ সন্তানকে ফিরে পেয়ে শিশুটির পরিবার অত্যন্ত আনন্দিত।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত