
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জকসু) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে শিক্ষকসহ একাধিক প্রার্থীর বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, কিছু শিক্ষক নির্বাচনি প্রচারণায় অংশ নিচ্ছেন, আবার বেশ কয়েকজন প্রার্থী নিয়ম ভেঙে উন্নয়ন সামগ্রী ও খাবার বিতরণ করছেন। কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে নিয়ম ভঙ্গের ঘোষণা দিয়ে কার্যক্রমও চালাচ্ছেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ক্যাম্পাসে একটি কনসার্টে অংশ নেন ছাত্রদল সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ানের জিএস প্রার্থী খাদিজাতুল কোবরা এবং সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদপ্রার্থী তাকরিম আহমেদ। মঞ্চে খাদিজাতুল কোবরা ৫০ হাজার টাকা এবং তাকরিম আহমেদ ছাত্রদলের পক্ষ থেকে ৩০ হাজার টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন। যা আচরণবিধির লঙ্ঘন।
আচরণবিধিতে বলা হয়েছে, হল সংসদের প্রার্থী সর্বোচ্চ পাঁচ হাজার টাকা, কেন্দ্রীয় সংসদের প্রার্থী সর্বোচ্চ ১৫ হাজার টাকা ব্যয় করতে পারবেন। এ সীমার অতিরিক্ত আর্থিক লেনদেনের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে। এছাড়া নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সামাজিক ও কল্যাণমূলক কার্যক্রম নিষেধাজ্ঞা দেওয়া আছে।
গত রোববার রাতে বাসের শিক্ষার্থীদের খাবার দেওয়ার ঘোষণা দেন একই প্যানেলের ভিপি প্রার্থী মো. রাকিব। এটিও আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন। পরদিন সকালে তাকে প্রকাশ্যে ছাত্রদল–সমর্থিত শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করতে দেখা যায়। রাতে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে আচরণবিধি ভাঙার ঘোষণা দিয়েছিলেন। শিক্ষার্থীরা অভিযোগ করলেও নির্বাচন কমিশন কোনো সুস্পষ্ট ব্যবস্থা নেয়নি।