ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

বিএমইউতে গোলটেবিল আলোচনা

বিএমইউতে গোলটেবিল আলোচনা

বিশ্ব সিওপিডি দিবস-২০২৫ উপলক্ষে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)-তে জনসচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিএমইউর বক্ষব্যাধি (রেসপিরেটরি) বিভাগের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। দিবসটি উপলক্ষে বিএমইউর কেবিন ব্লক থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয় এবং বেলুন ও পায়রা উড়ানো হয়। পরে শহিদ ডা. মিল্টন হলে ‘সিওপিডি : দি হিডেন পাবলিক হেলথ ক্রাইসিস’ শীর্ষক এক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন- চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশের প্রেসিডেন্ট সহযোগী অধ্যাপক ডা. মো. জহিরুল ইসলাম শাকিল। সেখানে বিএমইউর সম্মানিত প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মুজিবুর রহমান হাওলাদার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান, ইন্টারনাল মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মো. আব্দুল কাদের, অধ্যাপক ডা. কাজী মমতাজ উদ্দিন আহমেদ, এনআইডিসিএইচ এর পরিচালক অধ্যাপক ডা. মো. দেলোয়ার হোসেন, ডিএমসির রেসপিরেটরি মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. আদনান ইউসুফ চৌধুরী প্রমুখ। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত