
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে গবেষণা অনুদান নিশ্চিত করা এবং একটি আকর্ষণীয় গবেষণা প্রস্তাবনা লেখার কৌশল বিষয়ক এক কর্মশালা গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় চবি ব্যবসায় প্রশাসন অনুষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালা উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। প্রধান অতিথির বক্তব্যে চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, বিশ্ববিদ্যালয়ের মূল কাজ হলো গবেষণা ও টিচিং। গবেষণার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবারিত সুযোগ রয়েছে। এক্ষেত্রে গবেষণা প্রস্তাবনা লিখতে জানা, ফান্ড নিশ্চিত করাও জানতে হবে। গবেষণার ক্ষেত্রে নিরাশ হলে হবে না। চেষ্টা অব্যহত রাখতে হবে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় শুধু পুঁথিগত বিদ্যা শিখানোর জন্য না, প্রতিনিয়ত গবেষণা গবেষণামূলক কার্যক্রম চালিয়ে যেতে হবে। নতুন নতুন জ্ঞান সৃজনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন। সেশনটিতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কেএসরিলিফ (সৌদি আরব)-এর সিনিয়র অ্যাডভাইজর ড. মোহাম্মদ মিল্লাত-এ-মুস্তাফা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চবি আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেন।