
খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের উদ্যোগে ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাব উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মো. আনিসুর রহমান ফিতা ও কেক কেটে ক্লাবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ উপলক্ষে তিনি বলেন বিশ্ববিদ্যালয়ে একাডেমিক জ্ঞান অর্জনের পাশাপাশি সহশিক্ষামূলক কার্যক্রমে অংশ গ্রহণের মাধ্যমে নিজেকে দক্ষ ও অভিজ্ঞ করে গড়ে তুলতে হবে, যা পেশাগত সামাজিক ও পারিবারিক জীবনেও কাজে আসে। শিক্ষার্থীদের এসব ইতিবাচক কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি বৃদ্ধিতেও সহায়ক ভূমিকা রাখে। তিনি বলেন, কেকেবিএইউ ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাব একটি মহৎ উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু করেছে। যার মাধ্যমে এই বিভাগের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে বলে তিনি আশা করেন। পরে তিনি নবগঠিত ক্লাবের নির্বাহী সদস্যদের শপথ বাক্য পাঠ করান।
অনুষ্ঠানে সভাপতি হিসেবে স্বাগত বক্তব্য রাখেন কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন (ইনচার্জ) রথীন্দ্র নাথ মহালদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের অ্যাডজাঙ্কট টিচার প্রফেসর ড. গাজী আবদুল্লাহেল বাকী, রেজিস্ট্রার এসএম আতিয়ার রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক মো. মিজানুজ্জামান। ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) সাদিয়া সুলতানা ধন্যবাদ জ্ঞাপন করেন। এ সময় বিভিন্ন বিভাগের শিক্ষকরা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে বিকালে শিক্ষার্থীদের আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি