
রাজশাহী মহানগরীতে বিস্ফোরণ ঘটানো, অবৈধ প্রভাব বিস্তার ও সন্ত্রাসী তৎপরতার অভিযোগে আওয়ামী লীগের কর্মীসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ কর্মী হলেন, রাজশাহীর মহানগরীর রাজপাড়া থানাধীন বহরমপুর এলাকার মৃত একরামের ছেলে ফয়সাল কবির (৩৫)। গতকাল শুক্রবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এছাড়া আরএমপির বিভিন্ন থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে আরও ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৬ জন ও অন্যান্য মামলার আসামি ৩ জন রয়েছেন।