ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

নতুন ঠিকানায় রূপালী ব্যাংকের ধানমন্ডি কর্পোরেট শাখা

নতুন ঠিকানায় রূপালী ব্যাংকের ধানমন্ডি কর্পোরেট শাখা

গ্রাহকদের আরও আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসির ধানমন্ডি কর্পোরেট শাখা নতুন ঠিকানায় স্থানান্তর করা হয়েছে। গত বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ঢাকার সাত মসজিদ রোডের নিজাম শংকর প্লাজায় আরও বিস্তৃত পরিসরে ব্যবসায়িক কার্যক্রম শুরু করে স্থানান্তরিত শাখাটি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন ভবনে ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন করেন, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম। এ সময় ঢাকা দক্ষিণ বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক তানভীর হাসনাইন মইন উপস্থিত ছিলেন। এছাড়াও ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মো. মাহমুদুল ইসলাম, মো. মাসুদুল হাসান ও শাখা ব্যবস্থাপক এসএম জুনায়েদ হাসানসহ আমন্ত্রিত অতিথি, গ্রাহক ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত