ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

দেশে ফিরেছেন বাউবি উপাচার্য

দেশে ফিরেছেন বাউবি উপাচার্য

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম কেনিয়ার রাজধানী নাইরোবিতে The Association of Commonwealth Universities (ACU) I University of Nairobi আয়োজিত ACU Council Meeting and Congress-G অংশগ্রহণ শেষে গতকাল সকালে দেশে ফিরেছেন। কেনিয়ার নাউরোবিতে গত ২৫ নভেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত এ সম্মেলনে তিনি ACU Council সদস্য হিসেবে ACU Council এর বোর্ড মিটিংয়ে যোগদান করেন এবং অঈট কংগ্রেসে তিনি বাউবির প্রযুক্তিনির্ভর শিক্ষা বিস্তার, উন্মুক্ত ও দূরশিক্ষার অগ্রগতি এবং কর্মমুখী শিক্ষা বাস্তবায়নে চলমান কার্যক্রম উপস্থাপন করেন। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত