
খুলনা খানবাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএই) বিভাগের উদ্যোগে গত ২৯ নভেম্বর সিএসই ফেস্ট-২০২৫ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মো. আনিসুর রহমান সিএসই ফেস্ট আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ উপলক্ষে তিনি বলেন, আনন্দের মাধ্যমে শিক্ষা লাভের সবিশেষ গুরুত্ব রয়েছে। শিক্ষার্থীদের মন প্রফুল্ল রাখতে ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম ভূমিকা রাখে।
তিনি আরও বলেন নতুন ক্যাম্পাসে আসার পর এ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ আয়োজিত সহ-শিক্ষা কার্যক্রম জোরদার হয়েছে। ক্যাম্পাস হয়ে উঠেছে উৎসবমুখর। পরে তিনি বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। সিএসই বিভাগের প্রধান (ভারপ্রাপ্ত) রথীন্দ্র নাথ মহালদারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এসএম আতিয়ার রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক মো. মিজানুজ্জামান, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন (ইনচার্জ) ড. মো. মুঈন উদ্দিন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান এবং সিএসই বিভাগের শিক্ষকসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সিএসই ফেস্ট-২০২৫ উপলক্ষে প্রোগ্রামিং কনটেস্ট, ফুটবল, ক্রিকেট, ক্যারাম, লুডু, দাবা, চেয়ার সিটিং, বল নিক্ষেপ, হাড়িভাঙ্গা খেলার আয়োজন করা হয়। পরে সন্ধ্যায় শিক্ষার্থীদের আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি