
মহান বিজয় দিবস উপলক্ষে গতকাল সকালে গ্রীণরোডস্থ পানি ভবনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি উদ্বোধন করেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. এনায়েত উল্লাহ।
বোর্ডের কল্যাণ পরিদপ্তরের আয়োজনে কোয়ান্টাম ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ঢাকা পানি উন্নয়ন বিভাগ ও বাপাউবো ব্লাড নেটওয়ার্কের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক (পশ্চিম রিজিয়ন ও প্রশাসন) মো. রফিকুল ইসলাম চৌবে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বোর্ডের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড শ্রমিক কর্মচারী ইউনিয়ন বি-১৯০১ এর নেতারা উপস্থিত ছিলেন। আয়োজিত রক্তদান কর্মসূচিতে বোর্ডের ২৬ জন নারী ও পুরুষ কর্মকর্তা ও কর্মচারী স্বেচ্ছায় রক্তদান করেন । সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি