
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মো. আনিসুর রহমান তাকে ফুলের শুভেচ্ছা জানান। উপাচার্য প্রফেসর ইয়াইয়া চবির একটি স্মারক কেকেবিএইউ উপাচার্যকে উপহার দেন। কেকেবিএইউর উপাচার্য নতুন এ বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন এবং একাডেমিক অগ্রযাত্রায় সহযোগিতা প্রত্যাশা করেন। চবির উপাচার্য তার যোগদানের পর ওই বিশ্ববিদ্যালয়ে গৃহীত নতুন নতুন পদক্ষেপ ও চলমান প্রকল্প এবং ভবিষ্যৎ পরিকল্পনা ব্যক্ত করেন। কেকেবিএইউ অগ্রগতির পথে এগিয়ে যাবে বলে তিনি আশা করেন এবং এ ক্ষেত্রে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোনো সহযোগিতার প্রয়োজন হলে তা প্রদানের আশ্বাস দেন। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি