ঢাকা বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

বড়দিনের আগে দেশব্যাপী নিরাপত্তা জোরদার

বড়দিনের আগে দেশব্যাপী নিরাপত্তা জোরদার

খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উদযাপনকে সামনে রেখে সারা দেশে, বিশেষ করে রাজধানীতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সরকার খ্রিস্টানদের যথাযথ ধর্মীয় উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে এবং উৎসবমুখর পরিবেশে বড়দিন উদযাপনের সুযোগ করে দেওয়ার জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে।

তিনি আরও বলেন, ‘বড়দিন খ্রিস্টান সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দিনটি উদযাপন নিশ্চিত করার জন্য এরমধ্যেই প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রতিটি গির্জায় যথাযথ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি আরও বলেন, গুলশান ও বনানীসহ রাজধানীর অভিজাত এলাকাগুলোতে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে, এই এলাকাগুলোকে কঠোর নিরাপত্তাব্যবস্থার আওতায় আনা হয়েছে। নিরাপত্তাব্যবস্থা সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে, আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সদস্যরা ঢাকার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে নিয়মিত টহল জোরদার করেছে। তিনি আরও বলেন, উৎসবের সময় উন্নত ট্র্যাফিক ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-কে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে, শান্তিপূর্ণ ও জাঁকজমকপূর্ণভাবে বড়দিন উদযাপন নিশ্চিত করতে রাজধানীতে আতশবাজি, পটকা, লণ্ঠন ও গ্যাস বেলুন ব্যবহারের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপি’র এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ২৬ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। জননিরাপত্তার স্বার্থে এবং এই উৎসব চলাকালে আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পবিত্র বড়দিন উৎসব সুষ্ঠু ও নিরাপদে উদযাপন নিশ্চিত করতে নগরবাসীর পূর্ণ সহযোগিতা কামনা করেছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। পুলিশ বলেছে, এই নির্দেশ মেনে চলার ফলে রাজধানীজুড়ে শান্ত, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশ বজায় থাকবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত