ঢাকা বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

মনোনয়নপত্র সংগ্রহ করলেন ঢাকা-৫ আসনে হাতপাখার প্রার্থী ইবরাহীম

মনোনয়নপত্র সংগ্রহ করলেন ঢাকা-৫ আসনে হাতপাখার প্রার্থী ইবরাহীম

ঢাকা-৫ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন হাতপাখা প্রতীকের প্রার্থী হাজী মো. ইবরাহীম। গতবাল বুধবার দুপুর ১টায় তার পক্ষে নির্বাচন পরিচালনা কমিটির নেতারা রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মনোনয়নপত্র সংগ্রহ কালে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ শাখার সিনিয়র সহ-সভাপতি ও ঢাকা-৫ আসন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আলহাজ্ব আলতাফ হোসেন বলেন, হাজী ইবরাহীম ডেমরা-যাত্রাবাড়ির মানুষের হৃদয়ে অবস্থান করে নিতে সক্ষম হয়েছেন। তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৭নং ওয়ার্ডে পরপর দুইবার নির্বাচিত কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন সুনামের সঙ্গে। তিনি বলেন, কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে কোনো দুর্নীতি, চাঁদাবাজি ও অনৈতিকতার অভিযোগ নেই। আমরা আশাবাদী ঢাকা-৫ আসনের জনগণ তাদের যোগ্য প্রতিনিধি হিসেবে আল্লাহভীরু ও সৎ নেতা হিসেবে হাজী ইবরাহীমকে বিপুল ভোটে বিজয়ী করে সংসদে পাঠাবেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত