
দেশের মৎস্য সম্পদ রক্ষা ও নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতে নৌ পুলিশের দেশব্যাপী চলমান অভিযানে গত ছয় দিনে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘোষিত অবৈধ জাল, মাছ, মাছের পোনা ও জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়েছে। এ সময় ২৬৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নৌ পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানে মোট ২ কোটি ৩৫ লাখ ৭২ হাজার ৩৮০ মিটার অবৈধ জাল, ২ হাজার ৬৪৫ কেজি মাছ, ৫ হাজার ৭০০ পিস বাগদা রেণু পোনা, ৭০০ কেজি পাঙ্গাস মাছের পোনা এবং ১৪৫ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়। এছাড়া নদী থেকে ১৯১টি ঝোপঝাড় ধ্বংস করা হয়। অভিযানকালে বৈধ কাগজপত্র না থাকায় ৯৫টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে প্রসিকিউশন দায়ের করা হয় এবং ৪টি ড্রেজার জব্দ করা হয়।