ঢাকা বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

কেকেবিএইউতে আন্ডারগ্রাজুয়েট রিসার্চ মেন্টরশিপ প্রোগ্রাম অনুষ্ঠিত

কেকেবিএইউতে আন্ডারগ্রাজুয়েট রিসার্চ মেন্টরশিপ প্রোগ্রাম অনুষ্ঠিত

গতকাল বুধবার সকাল ১১টায় খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট (আইএসএলএম) বিভাগের আয়োজনে আন্ডারগ্রাজুয়েট রিসার্চ মেন্টরশিপ প্রোগ্রাম লেটস টক রিসার্চ প্রোগ্রাম ফিতা কেটে উদ্বোধন করেন- বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মো. আনিসুর রহমান। এ সময় তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন- শিক্ষাদানের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অন্যতম কাজ হচ্ছে গবেষণা। কেকেবিএইউ শিক্ষার্থীদের গবেষণামুখী করতে আন্ডারগ্রাজুয়েট পর্যায়ে গৃহীত এ উদ্যোগ প্রশংসনীয়। পরে তিনি এ উপলক্ষে আয়োজিত বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের এ বিষয়ে ধারণা দেন। শিক্ষার্থীদের আগ্রহ সৃষ্টি করতে এ আয়োজনের বিশেষ দিক ছিল রিসার্চ ক্লিনিক কর্নার, রিসার্চ আইডিয়া বুথ, প্রজেক্ট লাইব্রেরি অটোমেশন ও রিসার্চ ট্রি। এখানে শিক্ষার্থীরা মেন্টরদের কাছ থেকে গবেষণা সংক্রান্ত তথ্য ও দিকনির্দেশনা গ্রহণ করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এসএম আতিয়ার রহমান, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন (ইনচার্জ) ড. মো. মুঈন উদ্দিন, কলা ও সামাজিক অনুষদের ডিন (ইনচার্জ) রথীন্দ্র নাথ মহলদার, ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্টের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) আহসান উল্লাহসহ আইএসএলএম বিভাগের সিনিয়র শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রোগ্রামের সার্বিক তত্ত্বাবধান করেন আইএসএলএম বিভাগের প্রভাষক মো. নাজিম। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত